প্রকাশিত: Thu, Dec 21, 2023 8:32 PM আপডেট: Tue, Jul 1, 2025 2:00 PM
[১] ঠাকুরগাঁওয়ের প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে রমেশ চন্দ্র সেনের মতবিনিময়
আবু বক্কর সিদ্দিক, ঠাকুরগাঁও : [২] আ’লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী রমেশ চন্দ্র সেন প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেন। বুধবার রাতে ঠাকুরগাঁও প্রেস ক্লাবের আধুনিক ভিআইপি হলরুমে এ মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।
[৩] সভায় ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলীর সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি আ’লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী রমেশ চন্দ্র সেন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. আসম গোলাম ফারুক রুবেল, এ্যাড. মোস্তাক আলম টুলু, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম স্বপনসহ প্রমুখ।
, সদর উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সরকার, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠু প্রমুখ।
[৪] এ সময় রমেশ চন্দ্র সেন সাংবাদিকদের সাথে ঠাকুরগাঁওয়ের উন্নয়নে বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সাংবাদিকদেরও ভূমিকা রাখার আহবান জানান।